দেশের সব বন্ধ পাটকল চালুর সিদ্ধান্ত

দেশের সব বন্ধ পাটকল চালুর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

দেশের বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন জানান। মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে বর্তমান সরকারের আগ্রহের পরিপ্রেক্ষিতে দেশের বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে চিহ্নিত করে লিজ দেয়া ১০টি পাটকলের মধ্যে দুটি চালু হয়েছে। তিনি আরও বলেন, ৬ মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বাকি আটটি পাটকল চালু করা সম্ভব হবে। যেখানে উৎপাদিত ৯০ শতাংশ পণ্যই বিদেশে রফতানি করা হবে। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *