বিনোদন ডেস্ক :
দেশে নির্মিত হতে যাচ্ছে শতাধিক পর্বের প্রথম ওয়েব সিরিয়াল ‘রূপকথা নয়’। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, জান্নাতুল সুমাইয়া হিমি, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার, অপু প্রমুখ। ‘রূপকথা নয়’ ওয়েব সিরিয়ালটি নির্মাণ করবেন মেধাবী নির্মাতা গোলাম সোহরাব দোদুল। সাম্প্রতিক সময়ে ওয়েব দুনিয়ায় আলোচিত নাম চঞ্চল চৌধুরী। তাঁকে ঘিরেই ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ প্রথম বার বাংলাদেশে এই ওয়েব সিরিয়াল নির্মাণ করছে।