অনলাইন ডেস্ক :
পৃথিবীতেই চাঁদে হেঁটে বেড়ানোর অনুভূতি দিতে পর্যটকদের জন্য দুবাইয়ে তৈরি হচ্ছে চাঁদের মতো বিলাসবহুল রিসোর্ট। ৫০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে এই রিসোর্টটি বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জানা যায়, প্রস্তাবিত রিসোর্টের ভবনের উচ্চতা হবে ৭৩৫ ফুট বা ২২৪ মিটার। নির্মাণ কাজ আগামী ৪৮ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছে কানাডার স্থাপত্য প্রতিষ্ঠান মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন (এমডব্লিউআর)। বিলাসবহুল এই রিসোর্টটিতে পর্যটকদের জন্য থাকবে স্পা, নাইটক্লাব, সম্মেলনকক্ষ, লাউঞ্জ, ব্যক্তিগত আবাসের ব্যবস্থাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। ভবনটি মহাকাশ প্রতিষ্ঠান ও নভোচারীরা প্রশিক্ষণের কাজেও ব্যবহার করতে পারবেন। এখানে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের মতো অনুভূতি পাবেন পর্যটকরা। খানে লুনার কলোনি নামে একটি স্থান থাকবে। সেখানে বছরজুড়ে ২৫ লাখ ভ্রমণকারী চন্দ্রপৃষ্ঠে ভ্রমণে যাওয়ার মতো স্বাদ পাবেন। এছাড়া এখানে ‘স্কাই ভিলা’-তে চাঁদের আবাসন এলাকায় বসবাসের মতো অনুভূতি পাবেন পর্যটকরা। নির্মাণের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানটি বলছে, মুন ওয়ার্ল্ড রিসোর্ট, পর্যটন, বাণিজ্যিক, আবাসন, অবকাঠামো, আর্থিক সেবাপ্রতিষ্ঠান, বিমান চলাচল, জ্বালানি সম্পদ, কৃষি, প্রযুক্তি, শিক্ষাসহ সংযুক্ত আরব আমিরাতের প্রায় প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।