দুই কোটি পোস্ট সরিয়ে দিলো ফেসবুক

দুই কোটি পোস্ট সরিয়ে দিলো ফেসবুক

অনলাইন ডেস্ক :

সম্প্রতি দুই কোটি পোস্ট সরিয়েছে ফেসবুক। এতে নতুন করে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। মূলত কোভিড-১৯ সংক্রান্ত মিথ্যা বা ভুল তথ্যের কারণে এসব পোস্ট সরানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্যও দিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, দুই কোটিরও বেশি ফেসবুক পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর কারণে এসব পোস্ট সরানো হয়েছে। একই অভিযোগে ৩৬টিরও বেশি ফেসবুক পেজ সরিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন- হোয়াইট হাউস থেকে মহামারি সম্পর্কিত তথ্য শেয়ারের বিষয়টি নিয়ন্ত্রণের আহ্বান জানানোয় ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে। এর আগে ইউটিউব, টুইটার ও গুগলে মিথ্যা তথ্য ছড়ানোয় প্লাটফর্মগুলোর তীব্র সমালোচনা করে বাইডেন প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *