
অনলাইন ডেস্ক :
শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ফিরতে মরিয়া চ্যাম্পিয়নরা। কিন্তু বার বার বাঁধা হয়ে দাঁড়ায় আলমেরিয়ার গোলকিপার মার্তিনেজ। বেনজিমাদের একের পর এক আক্রমণ রুখে দিতে থাকেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে আর রক্ষা পায়নি এবার লা লিগায় প্রোমোশন পাওয়া আলমেরিয়া। ভাস্কুয়েজ ও আলাবার গোলে দারুণ জয়ে মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর আগে চ্যাম্পিয়নদের ‘গার্ড অব অনার’ দেয় স্বাগতিক আলমেরিয়া। লা লিগায় রোববার (১৪ আগস্ট) রাতে আলমেরিয়াকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের এগিয়ে নেন রামাজানি। রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ভাস্কুয়েজ এবং এগিয়ে নেন আলাবা। গত মৌসুমের চ্যাম্পিয়নরা লিগ শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করলো।