দাবানলে পুড়ছে দক্ষিণ তুরস্কের সমুদ্র উপকূল

দাবানলে পুড়ছে দক্ষিণ তুরস্কের সমুদ্র উপকূল

অনলাইন ডেস্ক :

দক্ষিণ তুরস্কের দাবানল ভয়ঙ্কর চেহারা নিয়েছে৷ পুড়ছে বাড়িঘর, স্থানীয়দের অনেকেই ভিটেহারা৷ দাবানলে পুড়ছে গবাদিপশুও।

তুরস্কের দক্ষিণাঞ্চলের এজিয়ান ও ভূমধ্য সাগরের তীরবর্তী এলাকার বিভিন্ন বনাঞ্চলে ৬০টি ভিন্ন ভিন্ন দাবানলের ঘটনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ৷ ৷ বুধ ও বৃহস্পতিবার দু‘দিন ধরে চলতে থাকা এ দাবানলে তিন জন নিহত হয়েছেন বলে জানা গেছে৷ সেই সাথে আহত হয়েছেন শতাধিক মানুষ৷

দেশটির আনাতালিয়া রাজ্যের মানাভগাত শহর থেকে নেওয়া এ ছবিটিতে আকাশে ধোঁয়ার কূণ্ডলি বলছে কতটা ভয়ানক পরিস্থিতি সেখানে৷

দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়লে অনেক বসতভিটা পুড়ে যায়৷ দুই দিনের আগুনে অনেকেই গৃহহারা হয়েছেন বলে জানা গেছে৷

ভয়াবহ এ আগুনে পুড়েছে অনেক গৃহপালিত প্রাণী৷ ছবিতে আগুনে আহত একটি বিড়ালকে চিকিৎসা দিচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী।

আগুন ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে ৩৫টি এয়ারক্রাফট, ৪৫৭টি আগুন নেভানোর গাড়ি আর প্রায় চার হাজার কর্মী কাজ করছেন৷ এ মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

সূত্র : ভয়চে ভেলে (ডিডব্লিউ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *