
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন অর্থবছর বাজেট (২০২১-২০২২) এ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দকৃত অর্থ বাস্তবায়নে করণীয় বিষয়ে আজ ২২ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি.জেনারেল (ডা.) মোঃ শরীফ আহমেদ এর সাথে ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধিদল স্বাক্ষাৎ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্তকরণে ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস দেন।
স্বাক্ষাতকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান, সমন্বয়কারি শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনি, মিডিয়া ম্যানেজার রেজাউর রহমান রিজভী, প্রোগ্রাম অফিসার অদূত রহমান ইমন।