
বিনোদন ডেস্ক :
একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে রাতুল। খুব ভালো ভাবেই চলে যাচ্ছে তার সংসার। কিন্তু তারপরও রাতুল খুশি না। রাতে বাসায় ফিরেছে রাতুল। রাত ১২টা পার হলেই তার জন্মদিন কিন্তু সে ভুলে বসে আছে। রাতের খাবার শেষে যখন ঘুমাতে যাবে ঠিক তার আগে তার স্ত্রী তার জন্য ছোট্ট কিছু আয়োজন করে তাকে সারপ্রাইজ দেবার জন্য। কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে রাতুলের কার্যকলাপে সে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ওভার এক্সপেকটেশন’। নাটকটিতে রাতুল চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও তার স্ত্রীর চরিত্রে তানজিন তিশা।