আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের তালেবানদের উদ্দেশে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, দখলদারিত্বের আন্দোলন চালিয়ে যাওয়া তালেবানদের জন্য সঠিক পন্থা নয়। আমরা তুরস্ক থেকে তালেবানদের আহ্বান জানাচ্ছি তাদের এই দখলদারিত্বের আন্দোলন অবশ্যই থামানো উচিত। বিশ্বকে (তালেবানদের) দেখাতে হবে যে, যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানের ভিত্তিতে দেশটিতে শান্তি প্রাধান্য পেয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, এক মুসলমানের ওপর আরেক মুসলমান যেমন আচরণ করা উচিত তালেবানরা তা মানছে না। নিজেদের ভাইদের জমি জোর করে দখল করা উচিত নয়। মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তালেবান। আফগানিস্তানের ক্ষমতার কাছাকাছি যাওয়া তালেবানরা চায় যুক্তরাষ্ট্রের মতো তুরস্কও আফগানিস্তান ছেড়ে চলে যাক।