
নিউজ ডেস্ক :
পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হারবাল, অর্গানিক ও হাজার বছরের পুরাতন চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে জনপ্রিয় করে তোলায় যুক্তরাজ্যের দি অ্যাকাডেমিক ইউনিয়ন, অক্সফোর্ড ডা. আলমগীর মতিকে “Honorary Professor of the Academic Union, Oxford” ডিগ্রির জন্য মনোনীত করেছে। আগামী ১৭ ডিসেম্বর এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা প্রদান করা হবে।
ডা. আলমগীর মতি মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই এর আর্য়ুবেদিক ও হোমিও মেডিসিন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২ বাংলাদেশের গর্ভণরের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৫০ হাজারেরও অধিক ব্যক্তিকে নিজ খরচে চোখের অপারেশন করার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।