ডায়রিয়ায় দেশে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর

ডায়রিয়ায় দেশে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর

অনলাইন ডেস্ক :

চলতি বছর ডায়রিয়ার প্রকোপে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৩ এপ্রিল) আইসিডিডিআরবির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের এই সময়ের তুলনায় ডায়রিয়ার প্রকোপ বেশি। এটার কারণ মূলত বিশুদ্ধ পানির অভাব। ঢাকা শহরেই আক্রান্ত হচ্ছেন বেশি। এদিকে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় তিন লাখেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের কাছে মৃত্যুর হিসাব না থাকলেও রাজধানীর মহাখালীতে কলেরা হাসপাতালে মারা গেছেন ২৯ জন। এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) বা কলেরা হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার ২৩৩ জন রোগী। গত শুক্রবার (৮ এপ্রিল) বিকেল পর্যন্ত একদিনে ৯৯৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে যা একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *