অনলাইন ডেস্ক :
দিন দিন ডলারের মান বেড়েই চলছে। ডলারের বিপরীতে এবার চীনের ইউয়ানের রেকর্ড দরপতন হয়েছে। এর আগে ২০১১ সালে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করে চীনের ইউয়ান।
এরপর বুধাবার (২৮ সেপ্টেম্বর) ডলারের বিপরীতে ইউয়ানের সবচেয়ে বড় দরপতন হয়েছে। বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মূল ভূখণ্ডের বাইরে বুধবার এক ডলার কিনতে খরচ করতে হয়েছে ৭.২৩৮৬ ইউয়ান। ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক সংকটের পর সর্বনিম্ন দরপতন হয় ইউয়ানের। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের সুদহার বাড়ায়। এরপর বিশ্বের অন্যন্য মুদ্রাগুলোর বিপরীতে বাড়তে থাকে ডলারের মান। গত শুক্রবার বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা ব্রিটিশ পাউন্ডে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়। এবার ডলারের বিপরীতে বড় দরপতন হলো চীনের ইউয়ানের।