অনলাইন ডেস্ক :
প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেয়ার পরই জল্পনা-কল্পনা চলছিলো ইলন মাস্ক নিজেই বসতে পারেন সিইও-এর চেয়ারে। সেই সম্ভাবনা সত্য হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি চার হাজার চারশ কোটি ডলার ব্যয় করে টুইটার কিনে নিয়েছেন মার্কিন এই প্রযুক্তিবিদ। এরপরই টুইটারের সিইও পারাগ আগরাওয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। টুইটারের অভ্যন্তরীণ খবর রাখেন এমন একজনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হওয়ার পর মাস্ক নিজেই এ মাইক্রোব্লগিং প্লাটফর্মের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিতে পারেন। বৃহস্পতিবার (৫ মে) সিএনবিসিও একই খবর জানিয়েছে। বর্তমানে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীর পদে আছেন মাস্ক। এই খবরে বৃহস্পতিবার টেসলার শেয়ারের দাম কমেছে ৮ শতাংশ। তবে টেসলা শেয়ারের দাম কমলেও, টুইটারের শেয়ারের দাম বাড়ছে। শেয়ারবাজারে এর মূল্য ৪ শতাংশ বেড়ে ৫০ ডলার ৮৯ সেন্টে পৌঁছেছে। টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেয়ার প্রস্তাব রেখেছেন মাস্ক।