অনলাইন ডেস্ক :
দেশে করোনার ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন ২ কোটি ছাড়িয়েছে। শুক্রবার রাতে আইসিটি বিভাগের প্রোগ্রামার এ এস এম হোসনে মোবারক গণমাধ্যমকে বলেন, করোনার ভ্যাকসিনের জন্য আজ শুক্রবার রাতে নিবন্ধন সংখ্যা দুই কোটিতে পৌঁছেছে। তিনি বলেন, ‘প্রতি ঘণ্টায় এই অ্যাপে প্রায় এক লাখ মানুষ নিবন্ধন করছেন।’ গত ২৬ জানুয়ারি থেকে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়। পরবর্তীতে টিকার সংকট দেখা দিলে মে মাসে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর গত ৮ জুলাই থেকে এই নিবন্ধন চালু হয়েছে।