অনলাইন ডেস্ক :
দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন। এদিকে গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিনে টিকা নিয়েছেন ৬ লাখ ৩১ হাজার ৩৮২ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৩৪১ জন। আর ১ লাখ ৩৭ হাজার ৪১ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। এর আগে কর্মসূচির শুরুর দিন প্রথম ডোজ টিকা নেন ৩০ লাখ ৭০ হাজার ২৬৮ জন। কর্মসূচির দ্বিতীয় দিন প্রথম ডোজ টিকা নেন ৬ লাখ ৪৭ হাজার ৭৭২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার প্রথম ডোজ টিকা নেওয়াদের মধ্যে ২ লাখ ৫৮ হাজার ১৯৩ জন সিনোফার্মের ও ২ লাখ ৩৬ হাজার ১৪৮ জন পেয়েছেন মডার্নার টিকা। সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সর্বমোট নিবন্ধন করেছেন ২ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৫৬৬ জন।