টিকটক নিয়ে এলো ইন-অ্যাপ নিরাপত্তা ব্যবস্থা

টিকটক নিয়ে এলো ইন-অ্যাপ নিরাপত্তা ব্যবস্থা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্মগুলোর মধ্যে বিশ্বব্যাপী বিনোদন এবং আনন্দের উৎস হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা কুড়িয়েছে টিকটক। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টিকটকের জনপ্রিয়তা বাড়ছে।

যদিও গত বছর থেকে টিকটকের নিরাপত্তা নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। টিকটকে নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী নিজস্ব গোপনীয়তা সেটিংস নির্বাচন করে নিতে পারেন বলে জানিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, টিকটক সব ধরনের ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে যারা একেবারে নতুন এবং সবে ডিজিটাল যাত্রা শুরু করছেন তাদের জন্য। তরুণ ব্যবহারকারীদের বিশেষ করে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের উপযুক্ত গোপনীয়তা সেটিংস এবং নিয়ন্ত্রণগুলো তাদের উপযোগী করে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়াও রয়েছে বয়সের সীমাবদ্ধতা। নতুন ব্যবহারকারীদের অবশ্যই নিবন্ধনের সময় তাদের বয়স দিতে হয়। যারা ১৩ বছরের কম বয়সী তাদের অ্যাকাউন্ট নিবন্ধন করতে দেয়া হয় না। বাবা-মায়েরা অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরের মাধ্যমে তাদের সন্তানের ফোনে টিকটক ব্লকও করতে পারেন। এছাড়াও টিকটকের একটি আপডেট সেফটি সেন্টার আছে, যেখানে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই সহায়তা তথ্য দেয়া হয়েছে। ব্যবহারকারীদের পাশাপাশি বাবা-মা এবং যত্নশীলদের সহায়তা করার জন্য তথ্যও মিলবে সেফটি সেন্টারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *