
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার অধীনেই বিশ্বের সব দলের কাছে সমীহ পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে আজকের অবস্থায় আসার পেছনে অনেকটাই তার অবদান।
বাংলাদেশ ক্রিকেটে মাফরাফির সাফল্যের পাল্লা তাই ভারি। বাংলাদেশকে ৮৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এর মধ্যে জয় ৫০টিতে। সাফল্যের হার ৫৮.১৩ শতাংশ। এর বাইরে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দলকে নিয়ে গেছেন তিনি।
তবে একটি দিক দিয়ে মাশরাফিকে ছাড়িয়ে গেছেন বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। এখন পর্যন্ত ২৩ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে জয় ১৪টিতে, সাফল্যের হার ৬০.৮৬ শতাংশ। জয়ের শতাংশের দিক দিয়ে তামিমই এখন শীর্ষে। তামিমের অধীনে আটটি ওয়ানডে সিরিজ খেলে ৬টিতেই জয়।
এছাড়া এই তালিকায় তৃতীয় স্থানে সাকিব আল হাসান। তার নেতৃত্বে ৫০ ম্যাচে জয় ২৩টিতে, সফলতার হার ৪৬.৯৩ শতাংশ।