অনলাইন ডেস্ক :
জার্মানিতে ফের জ্বালানি গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকারি জ্বালানি সংস্থা গ্যাজপ্রম। স্থানীয় সময় বুধবার (৩১ আগট) ভোরে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে বলে দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে।
গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, এটি সাময়িক অসুবিধা। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার্থে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কোনো ত্রুটি পাওয়া না গেলে, ৩ দিন পর আবারও আগের মাত্রাতেই সরবরাহ নিশ্চিত করা হবে। জুলাইয়ের শেষ থেকে পাইপলাইনটির সরবরাহ ক্ষমতার ২০ শতাংশ গ্যাস সরবরাহ করছে রাশিয়া। ত্রুটি না পাওয়া সাপেক্ষে এই মাত্রাতেই গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছে গ্যাজপ্রম। তবে জার্মান সরকার এবং দেশটির জ্বালানি নির্বাহীরা এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে মনে করছেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ও মাত্রায় আবারও সরবরাহ শুরু হয় কিনা তা পর্বেক্ষণ করবে জ্বালানি বাজার। গেল জুলাইয়েও পাইপলাইন রক্ষণাবেক্ষণের কথা বলে জার্মানিতে ১০ দিন গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল রাশিয়া।রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় ইউরোপে মন্দা দেখা দেয়া এবং অঞ্চলটির ধনী কিছু দেশে গ্যাসের রেশনিং ব্যবস্থা চালু হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।