
আন্তর্জাতিক ডেস্ক :
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ছোট হয়ে যাচ্ছে পাখির দেহের আকার। এমনকি অ্যামাজন বনের মতো যেসব জায়গায় মানুষ যায় না বললেই চলে, সেখানেও ঘটছে একই ঘটনা। বিগত ৪০ বছর ধরে অ্যামাজনে অপরিযায়ী ৭৭ প্রজাতির ১৫ হাজারের বেশি পাখির ওপর পরীক্ষা চালিয়ে সম্প্রতি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, ১৯৮০’র দশকের তুলনায় এখনকার প্রায় সব পাখিরই ওজন কম। প্রতি দশকে গড়ে দুই শতাংশ করে ওজন হারিয়েছে তারা। গত সপ্তাহে জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আশির দশকে যে প্রজাতির পাখির ওজন গড়ে ৩০ গ্রাম ছিল, বর্তমানে তা ২৭ দশমিক ৬ গ্রামের মতো দেখা যাচ্ছে। গবেষণায় আরও দেখা যায়, সময়ের সঙ্গে প্রায় এক-তৃতীয়াংশ পাখির ডানার দৈর্ঘ্য বড় হয়েছে। এ ধরনের পরিবর্তন উত্তর আমেরিকার পরিযায়ী পাখিদের মধ্যেও দেখা গেছে।