অনলাইন ডেস্ক :
দুই বাংলার জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। বছরের নানা সময়ে পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। ফের পোশাক নিয়ে নোংরা মন্তব্যের কবলে পড়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১২ এপ্রিল) মিথিলা তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। মূলত, এগুলো ফটোশুটের ছবি। কলকাতার সানন্দা ম্যাগাজিনের জন্য করেছেন তিনি। এসব ছবিতে আবেদনময়ী রূপে ফ্রেমবন্দি হয়েছেন মিথিলা। তবে নেটিজেনরা এসব ছবি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন। যদিও আপত্তির কোনো কারণ তারা ব্যাখ্যা করেননি। কিন্তু নোংরা ভাষায় মন্তব্য করছেন অনেকে। হাবিব রেহমান নামের একজন লিখেছেন, কাপড় মাত্র হাঁটুর উপর অবদি উঠেছে। চিন্তার কিছু নেই খুব শিগগির আমরা উনাকে বিকিনেতে দেখতে পাবো। শাহরিয়ার নামে একজন লিখেছেন, মানবতার দেওয়াল থেকে তাকে একটা লুঙ্গি দেয়া হোক। কেউ কেউ আবার মিথিলাকে সানি লিওনের প্রো ম্যাক্স বলেও মন্তব্য করেছেন।