
অনলাইন ডেস্ক :
দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে ভালো করতে পারছে না বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফরের আগে অধিনায়ক বদলেও পালটানো যায়নি ভাগ্য। সিকান্দার রাজাদের কাছে তিন ম্যাচের সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে।
জিম্বাবুয়ে সিরিজ শেষে শুক্রবার (১২ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ দল। অনেক দিন পর ওয়ানডে ক্রিকেটে ফেরা বিজয়ও ফিরেছেন তাদের সঙ্গে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় বলছেন, চেষ্টা করলে ভালো করা সম্ভব টি-টোয়েন্টিতে। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেছেন, ‘আপনি যদি টি-টোয়েন্টি ধরেন এটা আমরা সবাই অবগত আছি এবং বাংলাদেশের সবাই জানে যে আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না। আমরা দলগতভাবে জানি আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। আমরা চেষ্টা করলে এখানে ভালো করা সম্ভব।’