অনলাইন ডেস্ক :
ভারতের বিহারে ট্রেনের জানলা দিয়ে মোবাইল চুরি করতে এসে ধরা পড়েন এক যুবক। এরপর শাস্তি হিসেবে তাকে ট্রেনের জানালায় ঝুলে ১০ কিলোমিটার পথ পারি দিতে হয়েছে। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) বিহারে বেগুসরাই-খাগরিয়া রুটেএ ঘটনা ঘটে। জানা গেছে, বেগুসরাই থেকে খাগারিয়া যাচ্ছিল ট্রেনটি। পথে সাহেবপুর কামাল স্টেশনে জানালায় হাত দিয়ে মোবাইল চুরির চেষ্টা করেন ওই যুবক। তখনই হাত চেপে ধরে ফেলেন যাত্রীরা। চলতে শুরু করে ট্রেন। কিন্তু যুবককের হাত তারা আর ছাড়েননি। ভিডিওতে দেখা যায়, যুবক মিনতি করছেন, তার হাত যেন ছেড়ে না দেওয়া হয়। কারণ ছেড়ে দিলেই পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটবে। যাত্রীরা অবশ্য তার হাত ছাড়েননি। সাহেবপুর কামাল স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরে খাগারিয়া পর্যন্ত এভাবেই ঝুলতে ঝুলতে যান যুবক। শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল কি না, জানা যায়নি।