অনলাইন ডেস্ক :
চীনের ওপর বড় ধরণের অভিযোগ এনেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন। চীন এবার চাঁদ দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন তিনি। নাসার প্রধান বলেন, ‘মহাকাশ নিয়ে চীনের উচ্চাকাঙ্ক্ষায় আমি উদ্বিগ্ন। দেশটি যেকোনো দিন চাঁদকে নিজেদের বলে দাবি করতে পারে।’ তবে নেলসনের এমন অভিযোগকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে তা অস্বীকার করার পাশাপাশি নাসা প্রধানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বেইজিং। মঙ্গলবার (৫ জুলাই) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিল নেলসনের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘অবাস্তব’ বলে উল্লেখ করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ড নতুন নয়। এছাড়া চীনের বিরুদ্ধে নাসা বরাবরই এমন মিথ্যা অনেক অভিযোগ আনে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এদিকে, চলতি সপ্তাহেই নিজস্ব মহাকাশ স্টেশনের কাজ শেষ করতে নতুন মহাকাশ মিশন পাঠিয়েছে চীন।