বিনোদন ডেস্ক :
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’। ওয়েব ফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও তমা মির্জা। ‘খাঁচার ভেতর অচিন পাখি’র টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম শুরু হয় আলোচনা। মুখোশের আড়ালে থাকা ফজলুর রহমান বাবুকে নিয়ে দর্শকের কৌতূহল। নির্মাতা রায়হান রাফি বলেন, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ আমার স্বপ্নের প্রজেক্ট। এই ধরণের ছবি আমি আগে বানাইনি। আমার হৃদয়ের ভীষণ কাছের একটা ছবি। কাজটি নিয়ে আমি প্রচুর আশাবাদী।