
অনলাইন ডেস্ক :
বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল হলেও ভবিষ্যতে তাদের বিপক্ষে সিরিজ খেলার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। সিরিজটি বাতিল হওয়ায় বিশ্বকাপ অজিদের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। তবে আইপিএল খেলে অজি ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করবে বলে মনে করেন বেইলি।
আফগানিস্তানে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। তালেবানদের দখলে যাওয়ার পর দেশটিতে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। এমতাবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল আফগানদের। সেটাও এখন পড়েছে ঘোর অমানিশায়।
বিশ্বকাপে যাওয়ার আগে ভারতে খেলার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আর কোভিডের কারণে স্থগিত করেছে সিরিজটি। তবে ভবিষ্যতে আরও সিরিজ খেলার কথা জানালেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ’আফগানিস্তানের ক্রিকেটে এখন একটা বড় প্রভাব পড়বে। জানি ওরা কোথায় ক্রিকেট খেলবে বা প্রস্তুতি নিবে। তবে তারা একটি ক্রিকেট পাগল জাতি। আশা করি আমরা ভবিষ্যতে শুধু টেস্ট নয়, আরও অনেক ক্রিকেট খেলব। এখন ওয়ানডে হচ্ছে না অনেকটা নিশ্চিত। এতে আমাদের বিশ্বকাপ প্রস্তুতিতেও প্রভাব ফেলবে।
এমতাবস্থায় নিজেদের বিশ্বকাপের প্রস্তুতির জন্য অজিরা মনোযোগ দিচ্ছে আইপিএলে। টুর্নামেন্টে অংশ নিতে সব ক্রিকেটারকে সুযোগ দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।- সময় নিউজ টিভি।