অনলাইন ডেস্ক :
ঘুষ নেয়ার দায়ে টোকিও অলিম্পিকের একজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে জাপান সরকার। গ্রেফতারকৃত কর্মকর্তা গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া অলিম্পিকের সাংগঠনিক কমিটিতে ছিলেন।
তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির খবর অনুসারে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম হারুইকি তাকাহাশি। ৭৮ বছর বয়সী এই কর্মকর্তা একটি বড় খুচরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ কোটি ১০ লাখ (৩ লাখ ৮০ হাজার ডলার) জাপানি মুদ্রা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ। যে প্রতিষ্ঠান থেকে তিনি ঘুষ নেন সেটি অলিম্পিকের অন্যতম স্পন্সর ছিল। টোকিও জেলা পাবলিক প্রসিকিউটরের এক বিশেষ টিমের তথ্যানুসারে, ২০১৭ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অন্তত ৫০টি উপলক্ষে তিনি ঘুষ হিসেবে এই অর্থ গ্রহণ করেন। তাকাহাশি জাপানের সিভিল সার্ভিসের কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।