অনলাইন ডেস্ক :
বিশ্বের ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থান দখলকারী ভারতীয় শিল্পপতি গৌতম আদানিরি দৈনিক আয় জানলে যে কারো চোখ উঠে যাবে কপালে। মনে হবে বিষয়টি কল্পনাতেই সম্ভব। সত্য হচ্ছে, বুধবার প্রকাশিত হুরুন ইন্ডিয়া ২০২২ এর তথ্য অনুযায়ী, তিনি এক বছরে ৩ লাখ কোটি রুপির বেশি আয় করেছেন। গত বছর দিনে এক হাজার ৬১২ কোটি টাকা আয় করেছেন আদানি। এভাবেই বেড়েছে তার সম্পদ।
ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে গৌতম আদানি বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি। ভারতীয় এই ধনকুবেরের সামনে এখন কেবল ইলন মাস্ক রয়েছেন। সম্পদের দিক দিয়ে অ্যামাজন বস জেফ বেজোস এবং লুই ভিটনের বার্নার্ড আর্নল্টকেও ছাড়িয়ে গেছেন তিনি। আদানির মোট সম্পদের মূল্য ১৫৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ দশমিক ৪৪ লাখ কোটি রুপি। কিছু দিন আগেই এশিয়ার প্রথম নাগরিক হিসেবে ধনীতম ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন আদানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদ আদানির তুলনায় অনেকটাই কম। বর্তমানে তার মোট সম্পদ ৯২ বিলিয়ন মার্কিন ডলার। গত শুক্রবার প্রকাশিত ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকায় অনুযায়ী, আগের তুলনায় আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৪ শতাংশ বেড়েছে। আদানির সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ৩.৪৮ শতাংশ।