অনলাইন ডেস্ক :
সম্প্রতি ক্রম ব্রাউজারের ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এই ত্রুটি লাগিয়ে খুব সহজে সাইবার অপরাধীরা চাইলেই উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স ব্যবহারকারীদের যন্ত্রে সাইবার হামলা চালাতে পারে।
জানা গেছে, এর ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা। বিষয়টি জানতে পেরে দ্রুত নিরাপত্তা হালনাগাদ করে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ (১০৫.০. ৫১৯৫.১০২) উন্মুক্ত করেছে গুগল। ক্রোমের এই ত্রুটিটি পেয়েছেন নাম পরিচয় গোপন রাখা এক নিরাপত্তা গবেষক। তিনিই গুগলকে নিরাপত্তা ত্রুটির তথ্য জানান। এরপরই দ্রুত নিরাপত্তা ত্রুটি হালনাগাদ করে নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। নিরাপদ থাকতে দ্রুত হালনাগাদ সংস্করণ ব্যবহারের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।