অনলাইন ডেস্ক :
ফেঁসে যাচ্ছেন জাতীয় দলের সাবেক পেসার আল আমিন হোসেন। আল আমিনেরবিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় হাজির হয়েছেন স্ত্রী ইসরাত জাহান। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান। গণমাধ্যমে ওসি মোস্তাজিজুর রহমান বলেন, ‘ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।’ এদিকে, এই বিষয়ে আল আমিনের স্ত্রী বলেন, ‘তিনি (আল আমিন) অত্যাচার করেন, আমরা বাধ্য হয়ে থানায় এসেছি। দীর্ঘদিন যাবত তিনি আমাকে মারধর করেন।’ এসময় আগেও স্ত্রীর গায়ে হাত তোলায় এই ক্রিকেটারের নামে জিডি করা হয়েছিল বলে জানান ইসরাত। তবে এই বিষয়ে ক্রিকেটার আল আমিনের সাথে যোগাযোগ করা হলে নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন তিনি।