কোটি কোটি বছর পুরনো গর্তে ঘুমিয়ে রয়েছে চন্দ্রযান-৩

কোটি কোটি বছর পুরনো গর্তে ঘুমিয়ে রয়েছে চন্দ্রযান-৩

অনলাইন ডেস্ক :

চাঁদের প্রাচীনতম গর্তগুলির একটির মধ্যে মধ্যে রয়েছে ভারতের পাঠান চন্দ্রযান-৩। রোভর প্রজ্ঞানের পাঠান ছবি দেখে তেমনই অনুমান করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের যে অংশে ভারতের মহাকাশযান পৌঁছেছে সেই সেখানে এর আগে কেউ কখনও পৌঁছাতে পারেনি। আনুমানিক ৩৮৫ কোটি বছর আগের একটি গর্তের মধ্যে রয়েছে চন্দ্রযান-৩।

আমদাবাদে ইসরোর ফিজ়িক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা চন্দ্রযান-৩-এর ক্যামেরায় তোলা ছবিগুলি বিশ্লেষণ করেছেন। একটি অনুষ্ঠানে তাঁরা দানিয়েছেন,চাঁদের যে গর্তে চন্দ্রযান-৩ নেমেছে সেখানে এখনও রয়েছে রোভার প্রজ্ঞান। গর্তটি তৈরি হয়েছিল নেকটারিয়ান যুগে। প্রায় ৪০০ কোটি বছর আগে সেই যুগের অস্তিত্ত্ব ছিল। চাঁদের এই প্রাচীনতম অংশ এর আগে পৃথিবীর থেকে কোনও সফল অভিযান হয়নি। বিজ্ঞানীরা জানিয়েছেন, যে গর্তে চন্দ্রযান -৩ নেমেছে সেই তার ভূতাত্ত্বিক বৈশিষ্ঠ্য রয়েছে। রোভারের ক্যামেরায় যা ধরা পড়েছে তাই দিয়ে বলে দেওয়া যায় গর্তের প্রাচীনতা। রোভারের পাঠান ছবি থেকে চাঁদের বিবর্তনের ছবিও পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *