
অনলাইন ডেস্ক :
ফিস্টুলা মলদ্বারের একটি জটিল রোগ। এটি ভগন্দর নামেও পরিচিত। মলদ্বারের ভেতরের সঙ্গে বাইরের নালি তৈরি হওয়াকে বলা হয় ফিস্টুলা। এটি অতি প্রাচীন রোগ। কুড়িগ্রাম জেলায় দরিদ্র পরিবারের এখন পর্যন্ত ১৪৯ জন ফিস্টুলা রোগী শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর তারা সম্পূর্ণভাবে সুস্থ জীবনযাপন করছেন।
সোমবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ‘ল্যাম্ব’ দিনাজপুরের উদ্যোগে আয়োজিত গণমাধ্যমকর্মীদের নিয়ে নেটওয়ার্কিং সভায় এ তথ্য জানানো হয়। ‘ফিস্টুলা নিয়ে আর ভয় নয়; ফিস্টুলা সম্পূর্ণ ভালো হয়’ এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে এই নেটওয়ার্কিং সভায় কুড়িগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপিস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের নিয়ে নেটওয়ার্কিং সভায় ফিস্টুলা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. তাহমিনা আকতার সোনিয়া।