অনলাইন ডেস্ক :
জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে কল পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলা সদর ইউনিয়নের শাহাপুর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বুধবার ভোরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রঘুনাথপুরে একটি বাড়ির গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি মোটরসাইকেলের মালিক আরিফুল হক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন শাহাপুর এলাকার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে।
ওসি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কসবা থানা পুলিশের একটি দল শাহাপুর বাজার মসজিদের সামনে মোটর সাইকেলটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করে। পুলিশি তৎপরতা টের পেয়ে রাস্তার পাশে মোটরসাইকেলটি ফেলে চোর পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে। পাশাপাশি মোটরসাইকেল চোর আটকের চেষ্টা চলছে।
সূত্র : জাগোনিউজ।