সজীব আল হোসাইন | ইতালি অনলাইন ডেস্ক |
ইতালিতে কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সভাপতি মোবারক হোসাইন বাংলাদেশ গমন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিদায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি রেস্টুরেন্টে কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরীর পরিচালনায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ ভার গ্রহণ করেন তোশন খান।
আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় কমিউনিটির সদস্য তাজুল ইসলাম, উপদেষ্টা কাইয়ুম মিয়া,ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সহ-সভাপতি আলমাছ মিয়া,নওয়াজ শরীফ,জিয়াউর রহমান ভূইয়া,ভৈরব পরিষদ ভেনিসের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান,সহ-সভাপতি রাজিবুল হাসান,সেলিম আহমেদ,যুগ্ম সম্পাদক জনি মিয়া,সহ-সাংগঠনিক সামি খান সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে উপস্থিত সবাই মোবারক হোসাইন কে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তোশন খান কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।