অনলাইন ডেস্ক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এই করোনা মহামারীতে অভাবি অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন কিশোরগঞ্জ জেলা পুলিশ। পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে বুধবার (২১ জুলাই) কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে দুইশত অসহায় ও দুঃস্থদের মাঝে পুলিশ লাইন্স ড্রিলশেডে কোরবানির গোশত বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর হেডকোয়ার্টার) অর্নিবান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম হোসেন প্রমুখ।
কোরবানির গোশত পেয়ে হত দরিদ্ররা বেশ খুশি হয়েছেন। এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে এক বৃদ্ধা বলেন, “এমুন আদর কইরা এসপি সাব আমরারে কুরবানির গোশত দিছেন। আল্লাহ তারে বাঁচাইয়া রাহুক। অইন্য পুলিশ ভাইরা আমরারে হনেক ইজ্জত দিছুইন।”
পরে ফোর্স মেসে ফোর্সদের সাথে প্রীতিভোজে অংশগ্রহন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। মূলত এই করোনায় সকল স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল আযহার ত্রাণ বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ।