
অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জে নতুন করে শুক্রবার (৬ আগস্ট) রাত ১০টা পর্যন্ত ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৩০ জনে এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৭৫ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১ জন। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৫১ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯৩২ জন, হোসেনপুরে ২২৭ জন, করিমগঞ্জে ৬৬ জন, তাড়াইলে ৪৬ জন, পাকুন্দিয়ায় ২৮১ জন, কটিয়াদীতে ৪৮৪ জন, কুলিয়ারচরে ৬৭ জন, ভৈরবে ৫৮১ জন, নিকলীতে ৪৯ জন, বাজিতপুরে ১৯৭ জন, ইটনায় ৩০ জন, মিঠামইনে ৩২ জন ও অষ্টগ্রামে ৫৯ জন।