বিনোদন ডেস্ক :
গত কয়েক বছর ধরে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে বাংলায় ভাষান্তর করে বিদেশি ধারাবাহিক নাটক প্রচারে জোর দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো চ্যানেল আই। এই চ্যানেলটিতে ১২ সেপ্টেম্বর থেকে ‘হায়াত মুরাত’ নামের একটি তুর্কি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে। নাটকের গল্পে দেখা যাবে মিষ্টি মেয়ে হায়াত দুই বান্ধবীর সঙ্গে ইস্তাম্বুলে থাকে আর চাকরি খুঁজে বেড়ায়। তার বাবার কঠিন শর্ত— হয় সে চাকরি করুক নয়তো গ্রামে ফিরে বিয়ে করে সংসার করুক। অনেক চেষ্টার পর মিথ্যা পরিচয়ে হায়াতের চাকরি হয় নামকরা একটি টেক্সটাইল কোম্পানিতে। কিন্তু ইন্টারভিউতে যাওয়ার সময় সেই কোম্পানির এমডি মুরাতের সঙ্গে ঝগড়া হয় হায়াতের। অন্যদিকে অসম্ভব বিত্তভৈববের মধ্যে থেকেও মা মরা মুরাতের জীবন বিষের মতো। কারণ তার সৎ মা, যে কিনা সারাদিন মুরাতকে সরিয়ে কীভাবে নিজের ছেলেকে সবকিছু লিখে দেয়া যায়, তাই নিয়েই ব্যস্ত।