এক সপ্তাহে সিদ্ধান্ত না পেলে আইনি পদক্ষেপ

এক সপ্তাহে সিদ্ধান্ত না পেলে আইনি পদক্ষেপ

অনলাইন ডেস্ক :

তিন বছরেরও বেশি সময় ধরে আপিল বোর্ডে ঝুলে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি৷ সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফারুকী একটা পোস্ট দেয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নড়ে চড়ে বসেছে আপিল বোর্ডও।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে আপিলের কাগজ চেয়েছে বোর্ড। বৃহস্পতিবার সেই কাগজ জমাও দেয়া হয়েছে। এখন এক সপ্তাহ অপেক্ষা করবেন ফারুকীর আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলম৷ ডয়চে ভেলেকে তিনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত না পেলে আমরা আইনি পদক্ষেপ নেব।

নির্মাতা ফারুকী গত রোববার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, আজ সকাল সকাল মনটা খারাপ হয়ে গেলো! এরকম কত সকাল যে আমার গেছে। আমি একটা ছবি বানাইছি শনিবার বিকেল নামে। যেটা সেন্সর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন, আমরা দ্রুতই সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছি৷ তারপর এক অদৃশ্য ইশারায় ছবিটার দ্বিতীয় শো করে তারা। এবং তারপর বলে দিলো, ছবি ব্যান! আমরা আপিল করলাম৷ আজকে সাড়ে তিন বছর হলো আপিলের৷ কোনও উত্তর নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *