একশো বলের ক্রিকেটে ইতিহাস গড়লেন স্মিড

একশো বলের ক্রিকেটে ইতিহাস গড়লেন স্মিড

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের নতুন ক্রিকেট ফরম্যাট ‘দ্য হান্ড্রেড’ তার দ্বিতীয় মৌসুমে প্রথম একক সেঞ্চুরি দেখেছে। বুধবার (১০ আগস্ট) রাতে দক্ষিণ-হাতি ওপেনার উইল স্মিড বার্মিংহাম ফিনিক্সের হয়ে সাউদার্ন ব্রেভসের বিপক্ষে ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করেন।

ক্রিকেটে যেকোনো ফরম্যাটে এটাই ২০ বছর বয়সী স্মিডের প্রথম বয়স। স্মিড্ট ৫০ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন, 8টি চার এবং একটি ছক্কা মেরেছিলেন। যার কারণে বার্মিংহাম ১০০ বলে ১৭৬ রান করে। জবাবে সাউদার্ন ব্রেভস ১২৩ রানে গুটিয়ে যায়। বার্মিংহাম ৫৩ রানে জিতেছে। দ্য হান্ড্রেডের গত আসরে সর্বোচ্চ ব্যক্তিগত ৯২ রানের ইনিংস খেলেছিলেন লিয়াম লিভিংস্টোন। এবার তার দলেরই স্মিড করলেন এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। স্মিডের মারকুটে ব্যাটিংয়ের দিন নিষ্প্রভই ছিলেন লিভিংস্টোন, করেছেন ২০ বলে ২১ রান। পরে সাউদার্ন ব্রেভকে অলআউট করার মূল কৃতিত্ব হেনরি ব্রুকসের। নিজের ২০ বলে মাত্র ২৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ব্রুকস। যা এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এছাড়া কেইন রিচার্ডসন ১৫ বলে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাউদার্নের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অ্যালেক্স ডেভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *