নিউজ ডেস্ক :
ফ্রেম আউট এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায়
আতিফ আসলাম বাবলু এর পরিচালনায়, রোমেল ইসতিয়াক এর গল্প ভাবনা ও রচনায় নির্মিত হলো গেইমবাজ শিরোনামে একটি সিংগেল নাটক। নাটক সম্পর্কে পরিচালক আতিফ আসলাম বাবলু বলেন। এক ঝাক প্রতিভাবান উদিওমান অভিনেতা, অভিনেত্রী নিয়ে আমি একটি ভার্সিটি, ক্যাম্পাসের, একদল ছেলে মেয়েদের খুনশুটি, ভালোলাগা ভালোবাসা, ও প্রতিহিংসা সহ নানা ঘটনার সমন্বয়ে যত্ন করে নাটকটি তৈরির চেষ্টা করেছি।
বর্তমানে নাটকটি সম্পাদনার টেবিলে আছে।খুব শীঘ্রই নাটকটি বেসরকারি টিভি চ্যানেল ও ইউটিউব, ফেজবুক পেইজে অনিয়ার হবার পথে। নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত মুখ রোমেল ইসতিয়াক সহ ফাইজিয়া রিয়া, আশিক খান চৌধুরি, আরমান রহমান প্রত্যয়, মেহেদি হাসান,সামিহা,আলিশা তামান্না, প্রিয়াংকা,ইমন রাজ শাওন,দত্ত রনি। ক্যামেরাই ছিলেন আসাদ ইসলাম।
পরিচালক আতিফ আসলাম বাবলু আরো বলেন, দর্শকদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আমি নতুন প্রতিভাবান ছেলে মেয়েদেরকে নিয়ে আরো ভালো ভালো গল্পের কাজ উপহার দিবো ইনশাআল্লাহ।