ঋণখেলাপিদের জন্য বিশাল ছাড়

ঋণখেলাপিদের জন্য বিশাল ছাড়

অনলাইন ডেস্ক :

ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি গ্রাহকদের ঋণও নিয়মিত করার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের ফের ঋণ পুনঃ তফসিলের ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়েছে।

এখন থেকে মোট বকেয়া অর্থের মাত্র ৪ শতাংশ ডাউনপেমেন্টে দিয়ে ঋণ নবায়ন করা যাবে। তাছাড়া, তিন দফায় ঋণ পুনঃতফসিলে ১৬ বছর সময় পাবেন একজন গ্রাহক। রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এই সংক্রান্ত এক নীতিমালা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো গ্রাহক আগেই তিন বার ঋণ পুনঃতফসিল করে থাকেন, তবে তাকে বিশেষ বিবেচনায় আরও একবার সুযোগ দেয়া যাবে। চতুর্থ দফা পুনঃতফসিলের পরও গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিনি স্বভাবজাত বা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে বিবেচিত হবেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আর ঋণ পরিশোধে ছয় মাস বিরতি দেয়া যাবে। আগে তিনবার ঋণ পুনঃ তফসিল করা যেত এবং পরিশোধে কোনো বিরতি ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *