উত্তর আমেরিকার ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

উত্তর আমেরিকার ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

অনলাইন ডেস্ক :

দেশের গুণী চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাপ পুণ্য’ উত্তর আমেরিকার ১০০টি হলে মুক্তি পাবে। ছবিটি বিদেশে পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। ছবিটি একসঙ্গে ১০০টি সিনেমা হলে মুক্তির বিষয়টি এক ই-মেইল বার্তায় জানিয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। তবে একই সঙ্গে এও জানা গেছে যে সিনেমাটি ঈদে দেশের সিনেমা হলে মুক্তির ঘোষণা দিলেও মুক্তি পাচ্ছে না। মেইল বার্তায় জানানো হয়, ঈদের পর সম্ভাব্য ২০ মে ২০২২ বাংলাদেশের সঙ্গে একযোগে উত্তর আমেরিকার ১০০ এর বেশি মাল্টিপ্লেক্সে ‘পাপ পুণ্য’ মুক্তি পাবে। এ ব্যাপারে সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নিশ্চিত করে কিছু না বললেও জানান, প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সবকিছু নিশ্চিত করা হবে। এ প্রসঙ্গে স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, এটাই সেই স্বপ্ন যা এতদিন অবিশ্বাস্য ছিল, অবশেষে বাস্তব হচ্ছে। আমাদের পরিবেশনায় ১৬ নম্বর সিনেমাতেই আমরা একযোগে উত্তর আমেরিকার ১০০ থিয়েটারে বাংলাদেশের সিনেমা মুক্তি দেয়ার মাইলফলক স্পর্শ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *