ঈদ জামাত নিয়ে নতুন নির্দেশনা

ঈদ জামাত নিয়ে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক :

করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার ঈদুল আজহার জামাত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, মুসল্লীরা বাসা থেকে ওযু করে ঈদগাহ এবং মসজিদে প্রবেশ করবে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে এক কাতার অন্তর অন্তর ঈদের জামাত আদায় করবে। বৃহস্পতিবার (৭ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব নির্দেশনা জারি করা হয়েছে। লোডশেডিংয়ের ফলে ঈদ উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে ওজু করে ঈদগাহ বা মসজিদে যাবে। এক কাতার অন্তর অন্তর সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত পরিচালনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *