অনলাইন ডেস্ক :
ঈদের ছুটি শেষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৭ জুলাই)।
ঈদ পরবর্তী ৫ দিনের অগ্রিম টিকিট দেয়া হবে সোমবার (১১ জুলাই) পর্যন্ত। বুধবার (৬ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ এবং কাউন্টার থেকে টিকিট প্রত্যাশীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
কাউন্টারে টিকিট বিক্রির শেষ সময় বিকেল ৪টা। ১১ জুলাইয়ের টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই বিক্রি করা হবে।