ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষেরা। রাজধানীর লঞ্চ, বাস, ট্রেন- সব যানবাহনেই কর্মজীবী মানুষের ভিড় ছিল লক্ষ করার মতো। তবে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ফিরতি পথে তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। রোববার (৮ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায় এমন চিত্র। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিটি আন্তঃনগর ট্রেন থেকেই প্লাটফর্মে নেমেছেন হাজার হাজার মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতরে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। দেশের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। এরপর ঈদের ছুটি শেষ হয়েছে বুধবার। তাই দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন এসব কর্মজীবীরা। কেউ কেউ তার কর্মস্থলে যোগদান করেছেন।