
অনলাইন ডেস্ক :
এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। তিন সংস্করণেই পাকিস্তান দলের অধিনায়ক তিনি। তার ওপর অগাধ আস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সেই আস্থার প্রতিদানও দিয়ে আসছেন বাবর। যদিও মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলেন তিনি। তবে অধিনায়ক হিসেবে নিজেকে আরও সুসংগঠিত করতে চান তিনি। এ ক্ষেত্রে স্বদেশি কিংবদন্তি অধিনায়ক ইমরান খানকে আইডল হিসেবে মানেন বাবর। ইমরান খানের পদাঙ্ক অনুসরণ করে দলকে এগিয়ে নিতে চান। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকউইককে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের প্রশংসা করলেন বাবর আজম। বললেন, ‘অধিনায়ক হলেন তিনি, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিটি খেলোয়াড় অধিনায়কের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকে। একজন দুর্দান্ত অধিনায়কই পারে দলের জয়ে সেরা ভূমিকা রাখতে। যে কারণে দলের ভালো হয় এমন সব ক্ষেত্রে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই।’