
খেলাধুলা ডেস্ক :
বয়সকে তুড়ি মেরে উড়িয়ে এখনও টেনিস কোর্টে রাজত্ব করেন রজার ফেদেরার। কিন্তু দীর্ঘদিন ধরেই ইনজুরি তাকে খুব ভোগাচ্ছে। সুখবর হলো, হাঁটুর অস্ত্রোপচারের পর আগামী মৌসুমে খেলতে দেখা যেতে পারে রজার ফেদেরারকে। চোটের কারণে জুলাইয়ে উইম্বলডনের পর তিনি আর কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ৪০ বছর বয়সী ফেদেরার। এক বিবৃতিতে ফেদেরার বলেছেন, ‘এখনও আমার পুনর্বাস প্রক্রিয়া চলছে। কিছুটা সুস্থ বোধ করছি। গত মৌসুমে যেমনটা আশা করেছিলাম তেমন হয়নি। চোট থাকাকালীন সময়টা খারাপ গিয়েছিল। তবে এখন তা কেটে গেছে। সামনের দিকে তাকাতে চাই। ধাপে ধাপে উন্নতি করতে চাই। ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম জেতা অসম্ভব নয়, তবে নিজের শক্তিকে সঠিক ভাবে ব্যবহার করতে জানতে হয়। সেই কারণেই এই রেকর্ড গড়া খুব কঠিন।’