অনলাইন ডেস্ক :
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন।স্পেনের নিকো উলিয়ামস ও মিকেল ওইয়ারসাবালের গোলের মাঝে ইংল্যান্ডের একমাত্র গোলটা কোল পালমারের।তিনটিই গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।
ফলে টানা দ্বিতীয়াবার ফাইনালে হারের বেদনায় নীল হতে হল ইংল্যান্ডকে।আরও বাড়ল প্রথম ইউরো ট্রফি জয়ের প্রতীক্ষা।বাড়ল কিংবদন্তী ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের শূন্য হাতে ক্যারিয়ার শেষের সম্ভাবনাও।
অন্যদিকে ইতিহাসের প্রথম দল হিসেবে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হলো স্প্যানিশরা।ফ্রান্স ও জার্মানি তিনবার করে শিরোপা জিতেলও চারবার মহাদেশের সেরা হওয়ার কীর্তি নেই ইউরোপের আর কোনো দলেরই।