অনলাইন ডেস্ক :
দেশের সংগীত ভুবনের জনপ্রিয় দুই নাম আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সি। তাদের দুজনের মধ্যে চলছিলো দ্বন্দ্ব। গত শনিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম আসিফ আকবরের পোস্টে মাধ্যমে ধারণা করা হয় অভিমান ভুলে আবার এক হয়েছেন তারা।
ন্যান্সির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আসিফ আকবর মিলে যাওয়ার ইঙ্গিত দেন। স্ট্যাটাসে আসিফ আকবর লিখেন, ‘ন্যান্সি আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজী হয়ে গেলাম।’ পরে ন্যান্সির তৃতীয় সন্তানের এক অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে সেখানে হাজির হোন আসিফ আকবর। একসঙ্গে ছবিও তোলেন। এ ঘটনায় অনেকের ধারণা হয়, অভিমান শেষে এবার হয়তো তারা একসঙ্গে গানেও ফিরবেন। কিন্তু বুধবার ন্যান্সির এক স্ট্যাটাসে জানা গেলো, আসলে তাদের মধ্যকার দ্বন্দ্বের বরফ গলেনি। আসিফ আকবর তার সঙ্গে গান গাইতে চাইলেও নিজের কোনো ইচ্ছা নেই বলে জানান ন্যান্সি। পাশাপাশি তিনি বলেন, ‘আসিফ আকবর অতীতে যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য।’ আসিফ আকবরের সঙ্গে গান করা প্রসঙ্গে ন্যান্সি বলেন, আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসেনা।