ইফতেখার আহমেদ নিপুঃ এই প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীত শিল্পী রাজিব শাহ।আগামী ১১ নভেম্বর প্রকাশ পাচ্ছে এই শিল্পীর নতুন গান `তুমি জানো নারে প্রিয়` গান এর মিউজিক্যাল ফিল্ম।গানটির কথা লিখেছেন বিজয় সরকার। সুর ও সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এরফান শাহ বাবু।
মিউজিকাল ফিল্মটিতে মডেল হিসেবে অভিনয় করেছে এরফান শাহ এবং তারা জামান।
গানটির সম্পর্কে জানতে চাইলে রাজিব শাহ বর্তাকাল কে বলেনঃ গানটি অন্য রকম একটি গান।বাংলা গান প্রেমী শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আশা করি।
জি এম মাল্টিভিশন এর প্রোডাকশন থেকে আগামী কাল
রাত ৮ টায় রাজিব শাহ মিউজিক ক্লাব এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে শিল্পী রাজিব শাহ।