অনলাইন ডেস্ক :
পর্দায় বেশ কয়েকবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী রাইমা সেন। কিন্তু বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এ নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলে আলোচনায় এলেন এই অভিনেত্রী। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের জন্য ফটোশুটে এই প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন রাইমা। তিনি এ বিষয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। নিজেকে নিয়ে রটতে থাকা গুঞ্জন বিষয়ে যথেষ্ট সচেতন ওয়াকিবহাল সুচিত্রা-নাতনি। সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। অবশ্য এসবে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন রাইমা। এ প্রসঙ্গে রাইমা সেন বলেন, ‘‘যা সত্য নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনও চিত্রগ্রাহকের সঙ্গে ছবি তুললাম, আর ১০টি গল্প হয়ে গেল! এতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এই সব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’